ইউক্রেনে হতাহত বেসামরিক মানুষের সংখ্যা ১২০৭: বিবিসি

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। জাতিসংঘের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১ হাজার ২০৭ জন বেসামরিক লোক হতাহত হয়েছে।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার লিজ থ্রোসেল বলেন, ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১ হাজার ২০৭ জন বেসামরিক লোক হতাহত হয়েছে। এর মধ্যে ৪০৬ জন নিহত এবং ৮০১ জন আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।
বেশিরভাগ মানুষই বিমান হামলা ও বিস্ফোরক অস্ত্রে আহত হয়েছেন। ইউক্রেনর শহরগুলোতে শত শত আবাসিক ভবন ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এছাড়া জাতিসংঘ বলছে, যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শনের জন্য রাশিয়ায় প্রায় ১২ হাজার ৭০০ লোককে গ্রেফতার করা হয়েছে।
রুশ সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকায় ইউক্রেনপন্থী সমর্থকদের ‘নির্বিচারে আটক’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সেইসাথে ইউক্রেন সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে যারা রাশিয়াপন্থী বলে বিবেচিত তাদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি।